অষ্টমীর রাতে বসে আছি একলা নির্জনে
আমার ঘরের কোণে
ভেসে আসে আনন্দের কোলাহল
ঢাকের বাজনা, মাইকে গানের স্রোত
মায়ের আগমনে বহে উৎসবের আনন্দধারা
তবে মাতৃ শক্তির চোখে কেন বিষাদের ছাপ?
নারী জাতির অবমাননা, নৃশংস হত্যা ও অবিচার
এই অন্যায়ের প্রতিকার হবে না যতদিন
আসবে না মায়ের মুখে ফিরে স্নিত হাসি
ভাসবেনা মর্ত্যলোক তার আশীর্বাদের জোয়ারে।
©® সুস্মিতা মুখোপাধ্যায়






